মির্জাপুর পৌরসভার ৯ ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন হত দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পৌর কার্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা কষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার পর্যায়েক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণ করা হবে বলে পৌর প্রশাসক মাসুদুর রহমান জানিয়েছেন।