মিসরে অগ্নিদগ্ধ দুই বাংলাদেশি প্রবাসীকে দীর্ঘ আট মাস পর হাসপাতাল থেকে ছাড়িয়ে আনলো কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। মিসরের আবু খালিফা হাসপাতালে প্রায় ১৫ লাখ টাকার চিকিৎসা বিল মওকুফ করিয়ে বৃহস্পতিবার (২২ মে) তাদের ছাড়ানোর ব্যবস্থা করা হয়।
চাঁদপুরের ফাইজুল ইসলাম, কিশোরগঞ্জের মো. হান্নান মিয়া ও ফরিদপুরের লুৎফর রহমানকে মিসরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এয়াহিয়া তানভির। কিন্তু কায়রো পৌঁছানোর পর তাদের রাখা হয় ইসমাইলিয়া শহরের একটি ছোট পোশাক কারখানায় এবং দেওয়া হয় মাত্র ১০০ ডলারের চাকরি।
অক্টোবরে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হন। ফাইজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হান্নান ও লুৎফর সুস্থ হলেও বিল পরিশোধ করতে না পারায় আটকা পড়েন হাসপাতালে।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. ইসমাইল হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ ছয় মাসের আলোচনা শেষে মাত্র ২ হাজার ডলার পরিশোধ করে তাদের মুক্ত করে আনেন।
দু’জন প্রবাসী জানান, তারা চাকরির আশায় মিসরে এসেছিলেন, কিন্তু মিথ্যা আশ্বাসে পড়েন প্রতারণার ফাঁদে। চিকিৎসা খরচ মওকুফ ও মুক্তির ব্যবস্থায় তারা কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রদূত সামিনা নাজ ও শ্রম কাউন্সিলরের প্রতি।
ঘটনার মূল অভিযুক্ত এয়াহিয়া তানভির ঘটনার পর থেকেই পলাতক।