মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পাইপগান, কার্তুজ ও ক্রিসসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট খাসকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পূর্ব শিলমন্দি এলাকার ফিরোজ মোল্লার ছেলে তোফাজ্জল মোল্লা (২৫) এবং রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর ছেলে সিফাত বেপারী (২৫)।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ এবং তিনটি ক্রিস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।