মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক গুলিতে নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতে তুহিন বাসা থেকে হাঁটতে বের হলে মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ গ্রুপের অনুসারীরা পেছন থেকে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত তুহিন ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক। রাজনৈতিক বিরোধের জেরে তিনি ও তার লোকজন দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন।
অভিযুক্ত ওজির আলী ও আওলাদ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, “ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তদন্ত চলছে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”











