বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার তুরাজডাঙা এলাকার লিটন (৩২) ও দাউদকান্দির শাহজালাল (৫২)।
পুলিশ জানায়, গত ৩ মে ভোরে হামিদপুর এলাকার আদর্শ গরুর খামারে ডাকাতদল হামলা চালায়। খামারে থাকা লোকজনকে জিম্মি করে তারা তিনটি গরু লুটে নেয়। মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি ফার্ম থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ছয়জনকে চিহ্নিত করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।