খবর বাংলা ডেস্ক :
ক্রিকেটের নিয়ম অনুযায়ী একবার ইনিংস ঘোষণা করা হলে আর সেই ইনিংসে ব্যাটিংয়ে ফেরা যায় না। ঠিক তেমনই একটি প্রস্তাবকে ইনিংস ঘোষণার পর আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গে তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানিয়েছেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য ছিল না বলেই তা প্রত্যাখ্যান করা হয়েছে।
ওই পরিচালক বলেন, “আমরা যদি প্রস্তাবটি গ্রহণ করতাম, তাহলে ইনিংস ঘোষণার পর আবার ব্যাটিংয়ে নামার মতো পরিস্থিতি তৈরি হতো। তাই সেটি গ্রহণ করা হয়নি।”
প্রস্তাবটি আসার আগেই বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। গত রবিবার সন্ধ্যায় ‘সরকারি নির্দেশনা’ অনুযায়ী বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে যাবে না। এর কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনার কথা জানান।
মূলত উগ্রপন্থীদের আপত্তির মুখে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত থেকেই পুরো ঘটনার সূত্রপাত। বিষয়টির প্রতিক্রিয়ায় বিসিবি কঠোর অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই পরিচালক।
সেদিনই বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে যোগাযোগ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম–এর সঙ্গে। মুস্তাফিজকে আইপিএলে পুনরায় অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না—সে প্রশ্ন সরাসরি করা হয়। তবে এর আগেই বিষয়টি সরকারের সিদ্ধান্তের আওতায় চলে যাওয়ায় বিসিবি সভাপতির পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার সুযোগ ছিল না।
ফোনালাপের শেষ পর্যায়ে বিসিবি সভাপতি বলেন, “এখন অনেক দেরি হয়ে গেছে।” এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও গতকাল আমিনুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিশ্বকাপ ইস্যুতে তিনি দিনভর ব্যস্ত ছিলেন। বিকেলে তিনি আসিফ নজরুলের কার্যালয়ে বৈঠক শেষে বিসিবির অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে আইপিএল শুরুর মাত্র তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানের চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উপমহাদেশীয় রাজনীতির প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











