ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির বর্তমান প্রধান নাইম কাসেম। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন।
কাসেম প্রথমবারের মতো নিশ্চিত করেছেন, ইসরায়েলি অভিযানে নিহত হওয়ার আগে অক্টোবরে নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হিসেবে শীর্ষস্থানীয় কর্মকর্তা হাশেম সাফিউদ্দিনকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ এ নেতা হাশেম সাফিউদ্দিনও নিহত হয়েছেন। হিজবুল্লাহ একই দিনে সাফিউদ্দিনেরও জানাজা করবে।
কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের সময় নিরাপত্তার কারণে জানাজা অনুষ্ঠিত হতে না পারায় আগামী ২৩ ফেব্রুয়ারি নাসরুল্লাহর জন্য একটি বিশাল জানাজা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। জনসাধারণও সেখানে অংশগ্রহন করতে পারবে।
কাসেম আরো বলেন, ‘সাফিউদ্দিনকে মহাসচিব বা হিজবুল্লাহর নেতা হিসেবেই দাফন করা হবে, কারণ আমরা … তাঁর বিশিষ্ট সাইয়্যেদ হাশেমকে মহাসচিব নির্বাচিত করেছিলাম … কিন্তু ঘোষণার এক বা দুই দিন আগে ৩ অক্টোবর তিনি শহীদ হন।’
নাসরুল্লাহকে বৈরুতের উপকণ্ঠে পুরাতন এবং নতুন বিমানবন্দর সড়কের মাঝখানে আমাদের পছন্দের একটি জমিতে দাফন করা হবে এবং সাফিউদ্দিনকে দক্ষিণ লেবাননের তার নিজ শহর দেইর কানুনে দাফন করা হবে বলে হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাসেম বলেন।