ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। ভক্তদের সঙ্গে আড্ডা দিতে প্রায়ই তিনি ফেসবুক লাইভে আসেন। তবে সম্প্রতি একটি লাইভে নিজের সাজগোজ নিয়ে এক ভক্তের মন্তব্যের জুতসই জবাব দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সেই লাইভের একটি অংশ তিনি রিলস আকারে শেয়ারও করেছেন, যা নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। ঘটনার সূত্রপাত লাইভ চলাকালীন এক ভক্তের মন্তব্যকে ঘিরে। ওই ভক্ত লিখেছিলেন, ‘চোখে মেকআপ না করলে আরও ভালো হতো।’ বিষয়টি চোখ এড়ায়নি হিমির।
ভক্তের এমন মন্তব্যে খানিকটা হতাশ হয়েই তিনি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, করলে বলেন না করলে ভালো হতো। কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’ নিজের সাজের পক্ষে যুক্তি দিয়ে হিমি আরও বলেন, ‘আজকের ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটু সাজুগুজু করছি। করতে দেন না! সমস্যা কই?’ হিমির সেই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা।
সেখানে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাসির উদ্দিন নাজির নামের এক ভক্ত তাকে বলিউডের নায়িকার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আপু আপনাকে ওম শান্তি ওম ছবির দীপিকা পাড়ুকোনের মতো লাগে আমার কাছে।’ সাবিনা নামের একজন হিমির পক্ষ নিয়ে লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন আপু।
মানুষের মন রক্ষা করে চলাটা পৃথিবীর কঠিনতম কাজ।’ অন্যদিকে কিবরিয়া বিন রহমান ও মো. রুবেল হাওলাদারের মতো ভক্তরা মনে করেন, হিমি ন্যাচারাল বিউটি, তাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে। তবে প্রশংসার ভিড়ে ভিন্নমতও ছিল। আকাশ সরকার নামের একজন লিখেছেন, ‘চোখের মেকআপটা বেশি হয়েছে।’ আবার সু দেব নামের এক নেটিজেন একটু খোঁচা দিয়েই মন্তব্য করেছেন, ‘কমেন্টের জন্যই তো লাইভে আসেন, এখন কমেন্ট করলেও সমস্যা।’











