মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা জানায়নি।
এসকারসেগা শহরে স্থানীয় সময় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ক্যানকুন ও তাবাসকো রাজ্যের মধ্যে ভ্রমণকারী একটি বাস ও ট্রাকের মদ্ধ্যে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। পাশাপাশি বাসটিতে আগুনে পুড়ে যাওয়ার ছবি দেখানো হয়েছে।
ক্যাম্পেচে রাজ্যের সরকারি সচিব এলিসা হার্নান্দেজ বলেন, ‘আমাদের কাছে নিহতদের সঠিক সংখ্যা এখনো নেই। টাবাসকো রাজ্যের গভর্নর জাভিয়ের মে এক্সে এক বার্তায় বলেন, আজ সকালে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ফেডারেল ও ক্যাম্পেচ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।’
পরে সন্ধ্যা নাগাদ টাবাসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, তারা ক্যাম্পেচের কর্তৃপক্ষ ও ফরেনসিক বিজ্ঞান অধিদপ্তরের সঙ্গে ভুক্তভোগীদের শনাক্তকরণ সহজতর করার জন্য জেনেটিক পরীক্ষা চালানোর জন্য কাজ করছে।
এ ছাড়া এক বিবৃতিতে বাসটির পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, তারা তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে। তারা বলেছে, ‘আমরা খুব প্রিয় সহকর্মীদের পাশাপাশি গ্রাহক ও বন্ধুদেরও হারিয়েছি।’