চাঁদপুরের মেঘনা নদীতে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।
রবিবার (২৫ মে) ভোরে সদর উপজেলার কোদালপুর এলাকায় একটি ট্রলারে অভিযান চালিয়ে ১৪৫টি ড্রামভর্তি প্রায় ৭২ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা একটি ট্রলারে রেণুগুলো পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হলেও এর স্টাফরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই রেণুগুলো অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করে হ্যাচারিতে বিক্রি করে এক শ্রেণির জেলে। জব্দ করা রেণুগুলো পরে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।