রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, মেরুন কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নুরুল হক নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে। আজ বোর্ড নুরের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ বলেন, হামলার সঙ্গে বহিরাগতদেরও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কিছু সদস্য জড়িত থাকতে পারে।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা এক ব্যক্তি অন্যকে বেধড়ক মারধর করছেন।