মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপু আক্তার বানু (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।
ঘটনার বিস্তারিত জানা যায়, ফজিলা খাতুন নামক এক রোগীকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসটি শুকুরকান্দি এলাকায় একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা ৮ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আক্তার বানু মারা যান। পরে শাহিন ও জামাল রাজশাহী নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ড্রাম ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।