মেহেরপুরে সেনাবাহিনী শাকিল গ্যাং-এর সক্রিয় সদস্য আলিফ খান (২২) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের শেখপাড়া এলাকা থেকে আলিফ খানকে গ্রেফতার করা হয়।
আটক আলিফ খান শেখপাড়ার আরাফাত আলিফ খানের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
- 
১টি চাইনিজ কুড়াল
 - 
১টি ইলেকট্রিক টেজার
 - 
১টি ফোল্ডিং স্টিক
 - 
১টি মোবাইল ফোন
 
পরে আটককৃত যুবককে উদ্ধারকৃত মালামালসহ সদর থানা হস্তান্তর করা হয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ।
			
    	
		    
                                
                                





							



