মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।
আটক ব্যক্তিরা হলেন— যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা সাইফুল হাসান, প্রজেনজিৎ দাশ, বিল্লাল শেখ, তরিকুল ইসলাম, সেজুতি রায়, অর্চনা রানি সরকার, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস, জয়দেব বিশ্বাস এবং এক শিশু।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। শাস্তি শেষে পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগার থেকে তাদের নদিয়া জেলার হ্রদয়পুর সীমান্তে এনে পুশব্যাক করা হয়। এরপর বিজিবি তাদের আটক করে ভবেরপাড়া ক্যাম্পে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বাড়ছে।