বিশ্বখ্যাত টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইলন মাস্কের সঙ্গে কথোপকথনের বিষয়টি জানান মোদি। তিনি লিখেন, “আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের খাতে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এসব খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই ফোনালাপ এমন সময়ে হলো, যখন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এর মধ্যেই ওয়াশিংটনের সম্ভাব্য নতুন শুল্কনীতির কারণে নয়াদিল্লি নানা কৌশল নির্ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শুল্কনীতির বিরূপ প্রভাব মোকাবেলায় ভারত আলোচনায় গতি আনতে চাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মোদির এই ফোনালাপের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসন্ন ভারত সফরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে এই উচ্চ পর্যায়ের যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মার্চে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ভারতের দুটি বৃহত্তম টেলিকম অপারেটরের সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে চুক্তি করেছে। বর্তমানে স্টারলিংক ভারতের সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আলোচনাকে দুই দেশের প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বের সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনেকেই।