খবর বাংলা ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে নতুন গুঞ্জন তোলপাড় শুরু করেছে। ‘আশিকি’ খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে শ্রদ্ধা সরাসরি লিখেছেন, ‘আমি বিয়ে করছি।’ এই মন্তব্য বলিপাড়ায় নতুন জল্পনার জন্ম দিয়েছে।
শ্রদ্ধা কাপুর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব। তবে বিভিন্ন কফিশপে আড্ডা, ডিনার ডেট এবং আম্বানি পরিবারের হাই-প্রোফাইল অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতির ছবি ও সংবাদে তাদের সম্পর্কের কথা আরও দৃঢ় হয়েছে।
রাহুল মোদি বলিপাড়ার পরিচিত চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক। তিনি ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ চলচ্চিত্রে কাজ করেছেন। সূত্রের দাবি, শ্রদ্ধা ও রাহুল মোদি প্রিয়াংকা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের মতো রাজস্থানেই বিয়ের আয়োজন করতে পারেন।
সম্ভাব্য বিয়ে উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি থাকবেই। যদিও শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, বলিপাড়ার সূত্রের দাবি, বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











