দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীদের ৯০ শতাংশই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। তবে মোবাইল ইন্টারনেটের দাম ও মান নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অসন্তোষ। সংশ্লিষ্টরা বলছেন, এর পেছনে বড় কারণ হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বরাদ্দকৃত তরঙ্গের অস্বাভাবিক উচ্চমূল্য।
মোবাইল অপারেটরদের দাবি, তরঙ্গ ব্যবহারে খরচ হয় ৯ শতাংশ বা তার বেশি, যা মোবাইল সেবার মোট খরচের একটি বড় অংশ। রবি আজিয়াটার কর্পোরেট কর্মকর্তা শাহেদ আলম বলেন, তরঙ্গের দাম কমাতে বারবার অনুরোধ জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর সাড়া পাওয়া যায় না।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, তরঙ্গ মূল্যের বিষয়টি নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে এবং সম্ভাব্য মূল্য হ্রাসে একটি স্টাডির উদ্যোগ নেয়া হবে।
বর্তমানে গ্রামীণফোন ১০৭.৪, রবি ১০৪, বাংলালিংক ৮০ এবং টেলিটক ৫৫.২ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে। নতুন করে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি, যেখানে প্রতি মেগাহার্টজের প্রস্তাবিত মূল্য ২৬৩ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে নামানো গেলে মোবাইল ইন্টারনেটের দামও কমবে, ফলে উপকৃত হবেন সাধারণ গ্রাহক।