রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে হত্যা মামলার সাত আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন– গোলাম মোহাম্মদ জিলানী, রমজান, মাসুম, রবিন, শাকিব, দিপু, সুজন, আরিফুর রহমান রফি, মানিক, সাব্বির, সোহাগ, শাওন, সেলিম, মিরাজ, রাব্বি, শামিম, শান্ত, জাবেদ আলী, রিফাত ও রায়হান।
অভিযানে ছয়টি সামুরাই, তিনটি স্টিলের চাকু, একটি ধারালো ডেগার, নগদ ৫,১০০ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত। তাদের আদালতে পাঠানো হয়েছে।