মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী রুবাব (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশ তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক।
গ্রেপ্তার রুবাব চৌধুরী সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পূর্বে সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, রুবাব স্থানীয়দের জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে সমাধান করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ইউনিয়নের জনতাবাজারসহ আশপাশের এলাকায় তার নেতৃত্বে মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালানো একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। স্থানীয়দের মতে, তিনি নিজেও মাদক সেবন করেন।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “গ্রেপ্তার রুবাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলা ছাড়াও অর্থ ঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ পুলিশের কাছে জানিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”