দেশের শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে স্মরণ করে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এই স্মরণসভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল ছিলেন সাহসী উদ্যোক্তা, সমাজহিতৈষী এবং প্রযুক্তি নির্ভর শিল্প বিকাশের অগ্রপথিক। তিনি দেশের কল্যাণে কাজ করে গেছেন, তাঁর প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।
বক্তারা আরও বলেন, যমুনা গ্রুপের যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন দেশের মানুষের পক্ষে কথা বলছে। বিগত জুলাই অভ্যুত্থানসহ জাতীয় সংকটে এই গণমাধ্যমগুলোর ভূমিকা প্রশংসনীয়। নুরুল ইসলাম বাবুল বেঁচে থাকলে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান আরও দৃঢ় হতো। তাঁর মৃত্যুতে জাতি এক অন irreplaceable সম্পদ হারিয়েছে, তবে তিনি চিরকাল বেঁচে থাকবেন কর্ম ও অবদানের মধ্য দিয়ে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল ও জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক আল আমিন।
সভায় টাঙ্গাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুদ ফেরদৌস।