কালিহাতী
,
সংবাদ দাতা
অতিরিক্ত ঘন কুয়াশা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে এবং যমুনা সেতুর ওপর একই রাতে পরপর চারটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে বলে রোববার (৪ জানুয়ারি) যমুনা সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু পূর্ব থানা সূত্রে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘন কুয়াশার কারণে যমুনা সেতুর ওপর একটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়, ফলে সেতুর উভয় পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে যানবাহন দ্রুত অপসারণ করা হলে যান চলাচল ও টোল আদায় স্বাভাবিক হয়।
এছাড়াও একই রাতে টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া, ধলাটেংগর ও আনালিয়াবাড়ী এলাকায় আরও তিনটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় দুটি বাস ও একটি ট্রাক সার্ভিস লেনের পাশে উল্টে পড়ে। তবে এসব দুর্ঘটনাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যমুনা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রিয়াদউল হাসান জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সেতুর ওপর দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টোল আদায় ও যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, একই রাতে মহাসড়কের আরও তিনটি স্থানে দুর্ঘটনার খবর পাওয়া গেছে।











