রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা ও তার স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান।
মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইলের স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, ভোর আনুমানিক চারটার দিকে দুষ্কৃতকারীরা চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা তাদের বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে ইসমাইলকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করে এবং স্ত্রীকে ছুরিকাঘাত করে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
স্বজনেরা ভোর ছয়টার দিকে ইসমাইল ও সালেহাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।