যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইট বিজি-১৪৮ নিরাপদে চট্টগ্রামে নামে।
সূত্রে জানা গেছে, ফ্লাইটটি প্রথমে দুবাই থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উড়োজাহাজটি উড়িরচর উপকূল পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসে।
ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর-৮ তে রাখা হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফ্লাইটরেডার২৪-এ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সমস্যার কারণে ফিরে আসে। যাত্রীদের নিরাপদ অবতরণে কর্তৃপক্ষ ও ক্রুদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো হচ্ছে।