যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ দমন এবং উদীয়মান হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, হিন্দু-আমেরিকান গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার নিয়োগের জন্য অভিনন্দনও জানিয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার তুলসির নিয়োগের বিষয়টি মার্কিন সিনেটে অনুমোদন পায়। প্রধানমন্ত্রী মোদি এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছেন। তার নিয়োগ চূড়ান্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি।
ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং উদীয়মান হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির ওপরও আলোচনা হয়েছে।’
তিনি সেখানে আরো বলেছেন, ‘প্রধানমন্ত্রী আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং উদীয়মান হুমকি মোকাবেলায় গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে।
ফ্রান্স সফরের পর গতকাল বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে (বৃহস্পতিবার, ভোর ৪টা) মার্কিন রাজধানীতে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। বুধবার ফ্রান্স সফর শেষে মোদি ওয়াশিংটন রওনা হন। বৃহস্পতিবার তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের বৈঠকে এ বার মূলত শুল্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রই প্রধান বিষয় হয়ে উঠবে বলে কূটনীতিকরা মনে করছেন। মোদি এই সফরের আগে গত ১ ফেব্রুয়ারির বাজেটে মোদী সরকার ২০টি আমেরিকা থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমিয়েছে।
আমেরিকার সংস্থাগুলি যাতে ভারতের পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নি করতে পারে, তার জন্য পরমাণু দুর্ঘটনা দায়বদ্ধতা আইন সংশোধন করার ঘোষণা করা হয়েছে। ট্রাম্প ক্ষমতা নিয়েই ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কূটনীতিকরা মনে করছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পরে মোদির প্রথম সফরে প্রতিরক্ষা চুক্তি নিয়ে নতুন ঘোষণা হতে পারে।