প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ নামে উচ্চমূল্যের ভিসা চালু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভিসার মাধ্যমে ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সামনে ভিসাটি উন্মোচন করেন বলে জানিয়েছে এএফপি। ভিসাটিতে রয়েছে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা।
ট্রাম্প জানান, নতুন এই কার্ড ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। এটি বিক্রি করে দেশটিতে কর্মসংস্থান সৃষ্টি ও বাজেট ঘাটতি মোকাবিলায় সহায়ক হবে বলে দাবি করেন তিনি।
নিজেকে প্রথম ক্রেতা দাবি করে ট্রাম্প বলেন, “বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?”
আগামী দুই সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের ১০ লাখ কার্ড বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার প্রশাসন।
রাশিয়ার ধনকুবেররাও এই কার্ডের জন্য যোগ্য হতে পারেন—এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প।