মার্কিন অভিবাসননীতির পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কয়েক ধাপে ৩১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
ফেরত পাঠানোদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। জানা গেছে, কেউ কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আবার কেউ কেউ আইনি মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।
তাদের বেশিরভাগকেই বাণিজ্যিক ও বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে। বিশেষ নিরাপত্তার কারণে তিনজনকে মার্কিন কর্মকর্তারাই সরাসরি ঢাকায় পৌঁছে দেন। সর্বশেষ গত শনিবার একটি বিশেষ ফ্লাইটে পাঁচ বাংলাদেশিকে ফেরত আনা হয়।
সূত্র জানায়, প্রতিবারই ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে তালিকা পাঠিয়ে অনুমতি নেয়। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ইতিমধ্যে ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে শনাক্ত করেছে, যাদের কাগজপত্র বৈধ নয় এবং যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মার্চ থেকে এই প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র সরকার।