গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করায় বিমান বাহিনীর শত শত রিজার্ভ সেনাকে বাহিনী থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। স্থানীয় সময় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হয়।
বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর দেওয়া চিঠিতে গাজায় সামরিক অভিযানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত’ দাবি করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান ৯৭০ জন সদস্য। তাদের মধ্যে রয়েছেন নিয়মিত সদস্য, রিজার্ভ পাইলট ও সেনা কর্মকর্তারা।
আইডিএফ জানায়, যেসব স্বাক্ষরকারী নাম প্রত্যাহার করবেন, কেবল তারাই বাহিনীতে থাকতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ২৫ জন নিজেদের নাম তুলে নিয়েছেন। বাকিরা অবস্থানে অনড় রয়েছেন।
আইডিএফ প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামির জানান, ইসরায়েলের নির্বাচিত সরকারের নীতির বিরুদ্ধাচরণ বাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ। তার মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিতর্কিত হলেও নীতিগুলো আইনত বৈধ।
সমালোচকরা বলছেন, গাজায় যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান রক্ষার কৌশল।
সম্প্রতি বিমানবাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার কয়েকজন রিজার্ভ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাহিনীর এই বহিষ্কার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।