রংপুর, ১৮ মে — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনটির ১৬ নেতাকর্মী।
রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এ সময় জেলা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মহানগর আহ্বায়কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেন পদত্যাগকারীরা।
এর আগেই, গত ১৫ মে একই অভিযোগে পদত্যাগ করেছিলেন জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান লিওন।
এদিকে, পদত্যাগকারীদের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন মহানগর ও জেলা শাখার আহ্বায়করা। তারা দাবি করেন, পদত্যাগকারীদের মধ্যে অনেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ ও অনিয়ম নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক।