রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে গঙ্গাচড়া মডেল থানা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ জুলাই) ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন শরীফ নিয়ে অবমাননাকর একটি ছবি পোস্ট করার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শতাধিক মানুষ আলদাদপুর বালাপাড়া হিন্দু পাড়ায় হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২২টি পরিবার চিহ্নিত হয়েছে, যাদের মধ্যে ৩টি পরিবার এখনও আতঙ্কে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।
ক্ষতিগ্রস্তদের পক্ষে শ্রী রবীন্দ্রনাথ রায় গঙ্গাচড়া মডেল থানায় অজ্ঞাতপরিচয় দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে একদিনের মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।