রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে রংপুর নগরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেছার আহমেদ রংপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান সহকারী (হেড ক্লার্ক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নেছার আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
তিনি আরও জানান, ২০২৩ সালের ২৪ অক্টোবর এ মামলা দায়ের করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নেছার আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।