রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি)-এর একটি আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযান চলাকালীন উভয়পক্ষে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। অভিযানে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর একটি বিশেষ দল বাঘাইহাটের দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফের একটি সশস্ত্র আস্তানায় অভিযান চালায়। অভিযানে একে-৪৭ রাইফেল ছাড়াও অন্যান্য আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এখনো অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য অভিযান শেষে জানানো হবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।