চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ পাহাড় কাটার দায়ে মো. হাসান নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাসান রাউজান উপজেলার গহিরা এলাকার আবদুল হালিমের ছেলে। অভিযানের সময় পাহাড় কাটায় ব্যবহৃত দুটি এস্কেভেটর জব্দ ও নষ্ট করা হয়েছে, পাশাপাশি একটি ডাম্পারও আটক করা হয়েছে।
শনিবার (১৭ মে) রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপস্থিত হয়ে একাধিক পাহাড় কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অপর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার পর একজনকে আটক করা সম্ভব হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত থেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।