রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে শান্ত নামের একজনকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তার কাছে থেকে একটি চাপাতিও উদ্ধার করে স্থানীয়রা।
রোববার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় সাধারণ মানুষ শান্তকে ধরে ফেলে। দেয়া হয় গণধোলাই।
আহত শান্তকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ছিনতাইয়ের অভিযোগে আটক শান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি।
এছাড়া, রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করে বেশ কয়েকজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।