সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে সাড়ে ৭ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ।
মঙ্গলবার সকাল পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দ্বিতীয় দফায় আটককৃত ৯ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম ধাপে রাজবাড়ী সদরে একজন ও গোয়ালন্দে ২ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২,৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরবর্তী অভিযানে গোয়ালন্দের পদ্মা নদীর অংশে দৌলতদিয়া নৌপুলিশের নেতৃত্বে ৯ জন জেলে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৬,০০০ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ২২ দিনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।