রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া সীমান্তে দুই কেজি হেরোইনসহ মো. হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি একই ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের বাসিন্দা।
রোববার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির নিয়মিত টহল চলাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থেকে পালানোর চেষ্টা করলে হাসানকে ধাওয়া করে আটক করা হয়। মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ২ কেজি হেরোইন। অভিযানের সময় একই মোটরসাইকেলে থাকা আরেক যুবক মিজান (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়।
৫৩ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের নেতৃত্ব দেয় ডিএমসি বিওপি টহলদল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে মাদকসহ যেকোনো চোরাচালান রোধে নিয়মিত ও বিশেষ টহল চালানো হচ্ছে।