জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটি থেকে পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির।
তারা জানান, ২৯ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তাদের সদস্য রাখা হলেও “জুলাই আন্দোলনের যোদ্ধা” হওয়া সত্ত্বেও কমিটির শীর্ষ পদে এমন ব্যক্তিকে রাখা হয়েছে, যাকে তারা “স্বৈরাচারের দোসর” বলে উল্লেখ করেছেন।
পদত্যাগকারী সদস্যরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সম্পৃক্ত নন এমন একজনকে সদস্যসচিব করা হয়েছে। এ সিদ্ধান্তে আন্দোলনের কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান।
এ বিষয়ে রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “কমিটির কয়েকজন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করবে।”











