মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অভ্যন্তরীণ কোন্দল থেকে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হন। শুক্রবার (৯ মে) বিকেলে কালিবাড়ি বাজারে এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়াসহ নেতারা ওই সম্মেলনের আয়োজন করেন। তবে স্থানীয় ওয়ার্ড নেতাকর্মীদের না জানানোয় ক্ষোভ তৈরি হয়, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহতদের মধ্যে রয়েছেন জিয়া পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান জিয়া ও আব্বাস শিকদার। পরে জেলা বিএনপির নেতারা কমিটি ঘোষণার সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করেন।
ঘটনার জন্য একপক্ষ অন্য পক্ষকে আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে হামলা চালানোর অভিযোগ করলেও—পাল্টা পক্ষ বলছে, পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বিএনপির ওপর।
পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।