বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা সচল থাকে। তবে অনেকেই রাতে ঘুমানোর আগে রাউটার বন্ধ করে দেন। প্রশ্ন হচ্ছে, যদি রাতে রাউটার চালু থাকে কিন্তু কোনো ডিভাইস ব্যবহার না হয়, তখন কতটুকু বিদ্যুৎ খরচ হয়?
বাসায় বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করায় মাস শেষে বিদ্যুৎ বিল অনেক সময় বাড়ে। তাই প্রতিটি ডিভাইসের বিদ্যুৎ খরচ জানা থাকলে আমরা সঠিক ব্যবহারে সচেতন হতে পারি এবং বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করতে পারি।
একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি নয়। সাধারণত এসব রাউটার ৫ থেকে ২০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। ধরুন গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
এক মাসে (৩০ দিন ধরে, প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকলে) মোট সময় হয়:
২৪ ঘণ্টা × ৩০ দিন = ৭২০ ঘণ্টা।
তাহলে বিদ্যুৎ ব্যবহার হবে:
১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭,২০০ ওয়াট-ঘণ্টা বা ৭.২ ইউনিট বিদ্যুৎ।
বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৭.৫০ টাকা ধরা হলে, এক মাসের খরচ দাঁড়ায়:
৭.২ ইউনিট × ৭.৫০ টাকা = ৫৪ টাকা।
রাতের ১২ ঘণ্টা রাউটার বন্ধ রাখলে খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ প্রায় ২৭ টাকা।
তবে বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ-চালু করলে রাউটারের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী রাতেও চালু রাখাই ভালো।