টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। এতে মাদরাসার ছাত্র-শিক্ষকের কোনো ক্ষতি না হলেও টিনের একটি ভবন, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন।
রাত সাড়ে বারোটার দিকে মাদরাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মাদরাসার টিনের বিশাল একটি ঘর, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়।
মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, খবর পেয়ে রাত একটার দিকে স্টেশন অফিসার বেলায়েত হোসেনেব নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।