উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দিনভর রায়পুর মার্চেন্টস একাডেমি প্রাঙ্গণে ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
এতে সাইফুল ইসলাম মুরাদ সভাপতি ও আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সমিতির ১ হাজার ৬২৫ ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মুরাদ ৭১৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে আলমগীর ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে ১৬টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শফিক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যা, কোষাধ্যক্ষ জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
স্থানীয়রা জানান, সভাপতি পদে মর্যাদা রক্ষার লড়াইয়ে ব্যবসায়ী সাইফুল ইসলাম মুরাদ ও ইব্রাহিম খানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এর আগে আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন পিছিয়ে গেলেও স্থানীয় সমঝোতার মাধ্যমে সেই জটিলতা কেটে যায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ভোটাররা।