রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, মস্কো ইচ্ছাকৃতভাবেই ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করেছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, “ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া কুসামের গুদামে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।”
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন গত ২৪ ঘণ্টায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাঁচটি হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং বরাবরই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আহ্বান জানিয়ে আসছে।