বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হলে, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গ্রেফতারের পক্ষে শুনানি করেন। এ মামলায় মেঘনার সহযোগী দেওয়ান শমীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ৯ এপ্রিল, ডিটেনশন আইনে মেঘনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে মামলা না করে শুধু ডিটেনশনে গ্রেফতার করায় ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই বিতর্কের মধ্যেই ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।