গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “বর্তমান রাষ্ট্রব্যবস্থা জনগণের নয়, বরং ফ্যাসিবাদের গঠিত। মানুষের ওপর দমন-পীড়নের রাজত্ব কায়েম করে রাষ্ট্রকে বারুদের স্তূপে পরিণত করা হয়েছে।”
রবিবার (২৭ জুলাই) টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত “জুলাই সমাবেশ”-এ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি তৈরি করেছে। “এই সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ করেনি। বরং সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। প্রধানমন্ত্রী পুরো রাষ্ট্রকে নিজের পকেটে পুরে রেখেছেন,” — মন্তব্য করেন সাকি।
তার ভাষায়, “গুম-খুন, মামলা, হামলার মাধ্যমে বিরোধী কণ্ঠকে দমন করা হয়েছে। ত্রাসের রাজত্বে মানুষ রাজনৈতিকভাবে অংশগ্রহণে অনাগ্রহী হয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “এই শাসনব্যবস্থা বদলাতে হলে শুধু শাসকের পরিবর্তন নয়, ফ্যাসিবাদী কাঠামোকেই ধ্বংস করতে হবে। শ্রমিক, নারী, আদিবাসী ও তরুণদের বাদ দিয়ে কোনো উন্নয়ন কিংবা গণতন্ত্র টেকসই হতে পারে না।”
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক মোফাখখারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সংগঠক ফাতেমা রহমান বিথি, পৌর কমিটির সদস্যসচিব ফারজানা জেসমিন এবং নিহত ছাত্রনেতা মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।