রিট পিটিশনে স্থগিত হলো টাঙ্গাইলের আরো এক ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : শেষ মুহূর্তে এসে টাঙ্গাইলের আরও এক ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ ইউনিয়নটি হচ্ছে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন।

নবম ধাপে এই ইউনিয়নসহ বুধবার (১৫ জুন) জেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।

আরো পড়ুন – ইউপি নির্বাচন সুষ্ঠু করতে দেলদুয়ার থানায় নতুন ওসি

এর আগে টাঙ্গাইলের ৭টি উপজেলার ২২টি ইউনিয়নের মধ্য মধুপুরের ২টি ও গোপালপুরের ১টি ইউনিয়ন স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন।

ওই রিটের শুনানিতে ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে।

আরো পড়ুন – মধুপুরের সেই আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কর্মকর্তা

জমি বিক্রয় নোটিশ

সেই সঙ্গে ভোটার তালিকা নিয়ে কিছু জটিলতা থাকায় স্থগিত করা হয়েছে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন।

বিষয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।

এর আগে আওয়ামী লীগের এক নেতা নৌকায় যাঁরা ভোট দেবেন না, তাঁদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করে বক্তৃতা দেওয়ায় এবং নানা হুমকি দেওয়ায় মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন

এছাড়াও গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনও সীমানা জটিলতার কারণে স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। সম্পাদনা – অলক কুমার

আরো পড়ুন – ৯ম দফায় টাঙ্গাইলে ২২টি ইউপির মধ্যে ১৯টিতে ভোট গ্রহণ, ৩টি স্থগিত