বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সুমন মিয়া আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শেষ দিনে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুলিবিদ্ধ হন ছাত্রনেতা আ. জব্বার। পরে ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করা হয় এবং তুরিন আফরোজ এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি।