ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রুটি খান এবং শান্তিতে জীবনযাপন করুন, না হলে আমার গুলি তো আছেই।” সোমবার (২৬ মে) গুজরাটে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও এনডিটিভি জানায়, মোদির এই বক্তব্যে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কড়া অবস্থানের প্রতিফলন দেখা গেছে।
মোদি বলেন, “পাকিস্তানের জনগণই কেবল তাদের দেশকে সন্ত্রাসবাদের এই রোগ থেকে মুক্ত করতে পারে। সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী অর্জন করেছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে?”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, “১৯৭১ সালে পাকিস্তান যখন ভুজ এয়ারবেসে হামলা চালায়, তখন আমাদের নারীরা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। জবাব এতই শক্তিশালী ছিল যে পাকিস্তানের সব এয়ারবেস এখনো আইসিইউতে আছে।”
পাশাপাশি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও মন্তব্য করেন, “পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি খোলাখুলি ব্যবসা, যা রাষ্ট্র ও সেনাবাহিনীর সমর্থনে পরিচালিত হয়।”
এর আগে গত ২২ এপ্রিল দাহোদের আরেক সমাবেশে মোদি ‘অপারেশন সিন্ধুর’-এর কথা তুলে ধরে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে সেনাবাহিনীর সুনির্দিষ্ট অভিযানের কথা বলেন।