বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। ইতিহাস প্রমাণ করে, এভাবে নিষিদ্ধ করা দলগুলো বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “রাজনৈতিক দলকে কাগজ-কলমে নিষিদ্ধ করা যায় না। সাময়িকভাবে শান্তি পাওয়া যায়, কিন্তু পরে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।”
তিনি উদাহরণ টেনে বলেন, পাকিস্তানে ইমরান খানের দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। তবুও স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা জয়ী হতে পেরেছে। মানুষের সমর্থন কাগজ-কলম দিয়ে মুছে ফেলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের প্রসঙ্গ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “যদি আওয়ামী লীগকে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তাহলে অনেক আসনে প্রার্থী দেওয়ার সাহস তাদের থাকতো না। তবে ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে এবার নির্বাচনে আওয়ামী লীগ মাঠে থাকার সুযোগ পেতে পারে।”