নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জামাল মিয়া (৩০) কে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার ইসাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জামাল মিয়া রূপগঞ্জের বড়ালু গ্রামের বাসিন্দা। অভিযান শেষে তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, মেজর শরিফুল ইসলাম (৫১ এমএলআরএস) এর নেতৃত্বে যৌথ বাহিনী আসামির বাড়ি ঘেরাও করে। এসময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। তার কাছ থেকে দেশি-বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।