টাঙ্গাইলে পুরনো রেট সিডিউল বাতিল ও ৮০ শতাংশ হারে নতুন রেট সিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার সমিতির সদস্যরা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শহরের আশেকপুরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সমিতির সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আসিফ খান শেলী, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পরে দাবির বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেনের কাছে একটি স্মারকলিপিও জমা দেন তারা।