রেমিট্যান্স পাঠানোর ওপর কর আরোপ সংক্রান্ত একটি বিতর্কিত বিল নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগের মাত্রা বাড়ছে। দেশটির বাজেট সংক্রান্ত পার্লামেন্টারি কমিটিতে খুব অল্প ব্যবধানে বিলটি অনুমোদিত হয়েছে, যা এখন পরবর্তী ধাপে প্রতিনিধি পরিষদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে।
‘বিগ, বিউটিফুল অ্যাক্ট’ নামে পরিচিত এই বিলটি গত রোববার (১৮ মে) প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। সেখানে অনুমোদন পেলে এটি চূড়ান্তভাবে আইন রূপ পেতে সিনেটে পাঠানো হবে।
বিলটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য নিজ দেশে অর্থ পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এর আওতায় প্রবাসীদের রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের কথা বলা হয়েছে। এমনকি গ্রিনকার্ডধারী এবং এইচ-ওয়ানবি ভিসাধারীরাও এই করের আওতায় পড়বেন।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য রেমিট্যান্স প্রেরণের সবচেয়ে বড় উৎস দেশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই যুক্তরাষ্ট্র থেকে ৩৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১০৩ শতাংশ বেশি।
বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের আর্থিক অবদান ও দেশের বৈদেশিক আয় প্রবাহে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।